চট্টগ্রামের কম্পিউটার প্রতিষ্ঠান গ্লোবাল টাচের ২০বছর পূর্তি উপলক্ষ্যে ১৫ দিন ব্যাপী ল্যাপটপ ফেয়ার ও বিক্রয় উৎসব গত ৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে। জিইসি মোড়স্থ সেন্ট্রাল শপিং কমপ্লেক্সের ২য় ও ৩য় তলা ও শাহ আমানত সিটি কর্পোরেশন মার্কেটের ৪র্থ তলায় গ্লোবাল টাচ কম্পিউটারের শো’রুম ও বিক্রয় কেন্দ্রে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই ফেয়ার চলবে।
জিইসি শাখায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিসিএস চট্টগ্রাম শাখার চেয়ারম্যান সুফিয়ান আলী, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সিদ্দিকী, সেন্ট্রাল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নুর হোসেন মিঠু, উপদেষ্টা মঈনুল হকসহ বিভিন্ন কম্পিউটার প্রতিষ্ঠানের কর্ণধার ও ব্যবস্থাপকগণ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান, গ্লোবাল টাচের পরিচালক মোহাম্মদ নওশাদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন শাখাওয়াত হোসেন জুয়েল, মোহাম্মদ মোশাররফ হোসেন ও সৈয়দ ইসমাইল আজাদ।
এ ফেয়ারে এইচপি, আসুস, ডেল, এসার, লেনেবো, এভিটা, ওয়ালটনসহ সব ধরণের ল্যাপটপ পাওয়া যাবে। ক্রেতারা প্রতিটি ল্যাপটপ ও ডেস্কটপ ক্রয় করে নানা আকর্ষনীয় পুরস্কার জিতে নিতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তির।