ক্যারিয়ারে প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ সম্মান বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতলেন আমেরিকান সুপারস্টার বিয়ন্সে। গত ২ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় ছিল গ্র্যামির জমকালো আয়োজন। এই ভেন্যুতে ২২তম বারের মতো গ্র্যামির আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের মাধ্যমে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। বর্ষসেরা অ্যালবাম পুরস্কারটি তুলে দিয়েছেন আমেরিকান পপতারকা টেলর সুইফট। তার ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’কে হটিয়ে ট্রফি বাগিয়ে নিয়েছেন বিয়ন্সে। একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ (বিলি আইলিশ), ‘ব্র্যাট’ (চার্লি এক্সসিএক্স), ‘শর্ট এন’ সুইট’ (সাবরিনা কার্পেন্টার), ‘দ্য রাইজ অ্যান্ড ফল অব অ্যা মিডওয়েস্ট প্রিন্সেস’ (চ্যাপেল রোন), ‘নিউ ব্লু সান’ (আন্ড্রে থ্রি থাউজেন্ড) ও ‘জেসি ভলিউম ফোর’ (জ্যাকব কলিয়ার)। এর আগে চারবার বর্ষসেরা অ্যালবাম বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কার জেতা হয়নি বিয়ন্সের। পঞ্চমবারে এসে সেই অতৃপ্তি ঘুচলো তার। এবারের আসরে মোট তিনটি ট্রফি জিতেছেন তিনি। তার ‘কাউবয় কার্টার’ সেরা কান্ট্রি অ্যালবাম পুরস্কারও জিতেছে। এছাড়া এই অ্যালবামের ‘টু মোস্ট ওয়ান্টেড’ গানটির সুবাদে বিয়ন্সে ও মাইলি সাইরাস সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। একই আসরে এর আগে এত মনোনয়ন আর কোনও গায়িকা পাননি। গ্র্যামিতে তার পাওয়া মনোনয়নের সংখ্যা ৯৯টি। এদিক দিয়েও তিনিই সবার ওপরে।