গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি দাবা টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ১৯ আগস্ট, ২০২৪ at ১১:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেস্‌ একাডেমি আয়োজিত দু’দিনব্যাপী গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্মৃতি (অনূর্ধ্ব১৭) আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট ১৬ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট শেষ হয়। টুর্নামন্টে ৩৯জন রেটেড দাবাড়ুসহ মোট ৪৪জন অংশগ্রহণ করে। ১৭ আগস্ট অনুষ্ঠিত ৬ষ্ঠ রাউন্ড খেলা শেষে সাড়ে ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর থেকে আগত আবদুল্লা খাজির বিন আয়াছ, ৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে কক্সবাজার থেকে আগত সো. সাকের উল্লাহ ১ম রানারআপ এবং আবিদ মাহাদি সাদ ২য় রানার আপ হবার গৌরব অর্জন করেন। সাড়ে ৪ পয়েন্ট টাইব্রেকিং পদ্ধতিতে দুর্জয় দাস ৪র্থ, ফায়াজ চৌধুরী ৫ম স্থান এবং ৪ পয়েন্ট পেয়ে উমনিয়া বিনতে লুবাবা সেরা বালিকা পুরস্কার লাভ করেন। এছাড়াও অনূর্ধ্ব১৪ ক্যাটাগরিতে আহনাফ দাইয়ান ১ম স্থান ও সৈয়দ সফিউল মুসনামিন ২য় স্থান, জাজবির নুর জারিফ ৩য় স্থান লাভ করে। অনূর্ধ্ব১০ (বালক) সেরা হয়েছে নাজিফ নিয়াজ, অনূর্ধ্ব১০ (বালিকা) সেরা অপরাজিতা দাশ এবং সেরা ননরেটেড মো. রিয়াদ চৌধুরী।

টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চট্টগ্রাম চেস্‌ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবউলইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং পরিচালক মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজস্ব কর্মকর্তা সুজল কুমার দত্ত। বক্তব্য রাখেন চট্টগ্রাম চেস্‌ একাডেমির প্রশিক্ষক ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান, সিসিএ এর পরিচালক সুফিয়ান আশরাফ,তৌহিদুল করিম,প্রশিক্ষক আসিফ মাহমুদ, অভিভাবকদের পক্ষে মাহাবুব আলম, আয়াজ গাজী, সুমাইয়া আফরোজ প্রমুখ। টুর্নামেন্টে চীফ আরবিটার হিসাবে রাকিবউলইসলাম,ডেপুটি চীফ আরবিটার মো. নুরুল আমিন এবং আরবিটার হিসাবে আসিফ মাহমুদ দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধলাল-সবুজের জার্সিতে হামজাকে দেখা যাবে নভেম্বরে