পুলিশ হেফাজত থেকে ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি); যাকে জুলাই–আগস্ট গণআন্দোলনের সময়কার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উত্তরা পূর্ব থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান তিনি। তাকে এদিন আদালতে পাঠানোর কথা ছিল। আগের দিন বুধবার কুষ্টিয়া থেকে গ্রেপ্তার এই ওসিকে রাজধানীর এ থানায় আনা হয়েছিল।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া শাহ আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সাজ্জাদ নামে এক এএসআইকে সাময়িক বরখাস্ত করার তথ্যও দিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
পুলিশ কর্মকর্তারা জানান, শাহ আলম কুষ্টিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে চাকুরিরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরকার বদলের পর তাকে ওই কেন্দ্রে বদলি করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন শাহ আলম। আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় তাকে।