গ্রেপ্তারের পর মুক্ত ডোনাল্ড ট্রাম্প

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ১:৪৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পরই মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটন আদালত চত্বর ছেড়েছেন তিনি। ফ্লোরিডায় নিজ বাড়িতে ফেরার কথা রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের।

এর আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়। সাবেক এক পর্নো তারকার সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় দুপুর সোয়া ১টার দিকে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে আত্মসমর্পণ করেন তিনি। এখানেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি ম্যানহাটনের আদালতে বিচারক জন মারচেনের সামনে হাজির হন।

দেশটির ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হতে হয়। গতকাল দুপুরে আদালত ভবনের অনতিদূরে ট্রাম্প টাওয়ার থেকে বের হয়ে আদালতের উদ্দেশে রওনা দেন তিনি। আদালতে পৌঁছে বাইরে থাকা সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি। এ সময় আদালত প্রাঙ্গণের বাইরে ট্রাম্প সমর্থক ও বিরোধী, গণমাধ্যমকর্মী এবং উৎসুক জনতার ব্যাপক ভিড় দেখা যায়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত প্রাঙ্গণ ছাড়াও পুরো নিউইয়র্ক শহরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে পৌঁছার পর হাতকড়া পরানো না হলেও তার আঙুলের ছাপ নেওয়া হয়। আদালতকক্ষে যাওয়ার আগে এখানেই তিনি আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হন। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এরপর অন্যান্য প্রক্রিয়া শুরু হয়। আদালত প্রাঙ্গণে ঢোকার সময় ট্রাম্প কোনো গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলেননি।

গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন—‘আমি বিশ্বাস করতে পারছি না যে, এটা আমেরিকায় ঘটছে।’ এদিকে ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার আশা প্রকাশ করে বলেছেন, ‘ট্রাম্প নিশ্চয়ই আদালতে ন্যায়বিচার পাবেন। কারণ, যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আর বিক্ষোভ, প্রতিবাদ মার্কিন জনগণের অধিকার। তবে অবশ্যই তা শান্তিপূর্ণভাবে হতে হবে।’ চাক শুমার দুই ডেমোক্র্যাট সিনেটরের একজন, যিনি নিউইয়র্ক রাজ্যের প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে হোয়াইট হাউস থেকে এ মামলার বিষয়ে আগের মতোই কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচাকা মেরামত করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে মেকানিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ