পটিয়ায় নির্মাণ শ্রমিক মামুন হত্যা মামলায় খুনি ফাহিমের পিতাকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক বিএনপি নেতা মো. আইয়ুব আলী প্রকাশ বুইন্যা (৫০) দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পশ্চিম ডেঙ্গাপাড়া এলাকার মৃত সৈয়দ মেম্বারের পুত্র।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে গুরুতর আহত হন একই এলাকার মামুন (২৪)। পরে শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আখি আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২–৩ জনকে আসামি করে পটিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইয়ুব আলীকে ৪নং আসামি হিসেবে উল্লেখ করা হয়। পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, মামুন হত্যা মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।