গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি চাইলেন চবির ৫৬ শিক্ষক

| বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন শিক্ষক। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ‘নিরপরাধ’ শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দাও করা হয়েছে।

বিবৃতিতে শিক্ষকরা অভিযোগ করেছেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দেশে চরম অরাজকতা চলছে। এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীসহ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ২০০ জনের বেশি নাগরিকের নিহতের খবর আসছে বিভিন্ন সংবাদমাধ্যমে। শিক্ষকরা বলছেন, ‘দমনপীড়নের এই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্যের দ্বিতীয় বর্ষের আল মাশনূন, নাট্যকলা বিভাগের সায়হাম মাহমুদ ও শিক্ষা গবেষণা ইন্সটিটিউটের রমজান শেখকে আটক বা ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এদের ছাড়াও আরও কিছু শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে। এসব ঘটনা অন্ত্যন্ত অযৌক্তিক ও উদ্বেগজনক।’ খবর বিডিনিউজের।

বিবৃতিতে শিক্ষকরা বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, চলমান আন্দোলনে আমাদের এই ছাত্ররা যদি অংশগ্রহণ করেও থাকেন, তা তাদের গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবেই করেছেন এবং তারা কোনোভাবেই সহিংসতার সাথে জড়িত নন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষক হিসেবে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, সব রকম পুলিশি হয়রানির নিন্দা জানাচ্ছি এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

বিবৃতিতে স্বাক্ষর করাদের মধ্যে রয়েছেন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক খাদিজা মিতু, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির অধ্যাপক রেজওয়ানুল হক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির অধ্যাপক আদনান মান্নান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নাইম হাসান চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার ভৌমিক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম হোসেন হাবীব।

পূর্ববর্তী নিবন্ধফেসবুক কবে চালু, জানা যাবে আজ
পরবর্তী নিবন্ধসব হত্যা ও ধ্বংসযজ্ঞের পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের