চট্টগ্রামের এক ব্যবসায়ীর এক কোটি দুই লাখ টাকা আত্মসাতের মামলায় ঢাকায় গ্রেপ্তার হওয়া প্রতারক শফিকুল ইসলাম ভূঁইয়াকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল প্রথম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ কায়সারের আদালত পুলিশের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আসামিকে জিজ্ঞাসাবাদের এ অনুমতি দেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার এসআই বিকাশ রুদ্র এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে রিমান্ডের আবেদন করেছিলাম। কিন্তু রিমান্ড মঞ্জুর হয়নি। এর বদলে আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। গত ৩০ জানুয়ারি এক কোটি দুই লাখ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে শফিকুল ইসলাম ভূঁইয়া ও তার বড় ভাই মাজহারুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আনোয়ারা উপজেলার বাসিন্দা মোহাম্মদ মোছাদ্দেক চৌধুরী (৬০)। আসামিরা কুমিল্লা জেলার রতনপুর গ্রামের নাজিরুল হক ভূঁইয়ার ছেলে। এর আগে র্যাবের একটি দল শফিকুলকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আনোয়ারা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রবাসে চাকরি ও ভিসা পাইয়ে দেয়ার কথা বলে নানাজনের কাছ থেকে টাকা আত্মসাতেরও অভিযোগ পাওয়া গেছে।