নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে জুয়াড়ি সন্দেহে গ্রেপ্তার তিন ভারতীয় নাগরিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুরাদের আদালত শুনানি শেষে আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন বলে জানান মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান। এর আগে গত রোববার আসামিদের দশদিনের রিমান্ড আবেদন করেছিলেন বলে জানান তিনি। গত ৬ ফেভ্রুয়ারি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ক্রিকেট ম্যাচ চলাকালে জুয়াড়ি সন্দেহে আটক তিন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছিল। বাংলদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি সুপারভাইজার মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পাহাড়তলী থানায় এ মামলাটি করেন। তিন ভারতীয় নাগরিক হলেন সুনীল কুমার (৩৮), চেতন শর্মা (৩৩) ও সানী মেগো (৩২)। মামলার এজাহারে জানা গেছে, আসামিরা অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে স্পন্সরের টিকেট সংগ্রহ করে বিধিনিষেধ থাকা সত্ত্বেও গ্যালারিতে অবস্থান নেয়ার কথা স্বীকার করেন। তাছাড়া আসামিরা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে অনলাইনে জুয়া খেলা পরিচালনার মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেনে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।