হাটহাজারীতে আওয়ামী লীগ সমর্থিত ২নং ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে গিয়ে সমর্থকদের বাধার মুখে পড়েছে পুলিশ। এসময় ডিবি পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ জন পুলিশ সদস্য গুরুতর আহত ও স্থানীয় এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। পরে ডিবি পুলিশ চেয়ারম্যান সমর্থকদের বাধা উপেক্ষা করে ওই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গতকাল বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার কাটিরহাট বাজারস্থ ধলই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, ইমরান (৩০), জামাল উদ্দিন (২৫), সাজেদুল ইসলাম (৪৫), শাহাদাত ডালি (৩০), আবু কাউসার (৩৮), ইসকান্দর (৫১) ও জান্নাত শিরিন (৫৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনসুরকে গ্রেপ্তার করতে বুধবার দুপুর দেড়টার দিকে হাইচ গাড়ি নিয়ে ২নং ধলই ইউনিয়ন পরিষদের কার্যালয় ঘিরে ফেলে ডিবি পুলিশের একটি টিম। চেয়ারম্যান আবুল মনসুরকে আটক করে গাড়িতে তোলার পর চেয়ারম্যান সমর্থকরা রাস্তায় নেমে আসেন। এ সময় তারা ডিবি পুলিশের গাড়ি থেকে চেয়ারম্যানকে ছিনিয়ে নিতে চেষ্টা করে ও ডিবি পুলিশের ওপর হামলা চালায় এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। পরে চেয়ারম্যান সমর্থকরা কাটিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ৪৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
বিডিনিউজের খবরে বলা হয়– চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, ‘আবুল মনসুর বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হত্যাসহ মোট পাঁচটি মামলার আসামি। সকালে থানা ও গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়। মনসুরকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় তার অনুসারীরা তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। পরে আমরা তাদের ছত্রভঙ্গ করে মনসুরকে গ্রেপ্তার করে নিয়ে আসি।’
এ বিষয়ে জানতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পরে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
উল্লেখ্য, হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের চেয়ারম্যান আবুল মনসুরের নামে হাটহাজারী ও রাউজান থানায় দুটি মামলা রয়েছে।