রাঙ্গুনিয়ার ইউনুছ মিয়া হত্যা মামলার আসামি মনির আহম্মদ অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম জেলার অভিযানে ধরা পড়েছে। অভিযান পরিচালনাকারী পিবিআই পরিদর্শক নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার মনির আহমেদকে আদালতে তোলা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
নেজাম উদ্দিন আজাদীকে জানান, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে জায়গা জমির বিরোধের জের ধরে ইউনুছ হত্যা মামলার (নং ২০) আসামিরা লোহার রড ও লাঠি সোটা নিয়ে বাদী পক্ষের জায়গায় প্রবেশ করে বাঁশের ঘেরা বেড়া ভাঙচুর শুরু করে। ভাঙচুরের শব্দ শুনে ইউনুছ মিয়া (৫৯) সহ তার পক্ষের লোকজন এগিয়ে এলে আসামিরা তাদেরকে লোহার রড ও লাঠি দ্বারা এলোপাথাড়ি মারধর করতে থাকে। আসামিদের মারধরের ফলে ইউনুছ মিয়া (৫৯) মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে ইউনুছ মিয়ার ছেলে মো. রাসেল বাদী হয়ে পরদিন ১২ জনের নাম উল্লেখ পূর্বক রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।
তিনি আরো জানান, হত্যা মামলাটি বাদীর নারাজির প্রেক্ষিতে পিবিআই, চট্টগ্রাম জেলাকে তদন্তের নির্দেশ দেন আদালত। পিবিআই, চট্টগ্রাম জেলার পুলিশ পরিদর্শক মোহাম্মদ নেজাম উদ্দিনকে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তিনি বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত ২৩ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মনির আহম্মদকে (৫২) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডের পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।