চেক প্রজাতন্ত্রকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় পা রাখলো ইংল্যান্ড। একই গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে উড়িয়ে রানার্স আপ হয়ে শেষ ষোলোয় উঠেছে ক্রোয়েশিয়াও। মঙ্গলবার রাতে গ্রুপ ‘ডি’ এর ম্যাচে ১-০ গোলে জিতেছে ইংল্যান্ড। অন্যদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ইংলিশদের জয়সূচক গোলটি এসেছে রহিম স্টার্লিংয়ের সৌজন্যে। অন্যদিকে স্কটল্যান্ডের শেষ ষোলোর স্বপ্নে জল ঢেলে দিল ক্রোয়েশিয়া। মাত্র ১৭তম মিনিটে দারুণ গোলে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন নিকোলা ভ্লাসিচ। তবে প্রথমার্ধের বিরতির আগে ১২ হাজার সমর্থকের জন্য আশার আলো ছড়িয়ে দেন কলাম ম্যাগগ্রেগর। কিন্তু খেলার এক ঘন্টা পার হতেই লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ৭৭তম মিনিটে ইভান পেরিসিচের গোলের পর গ্যালারিতে পিনপতন নীরবতা নেমে আসে। ক্রোয়েশিয়া গোল ব্যবধানে চেক প্রজাতন্ত্রের চেয়ে এগিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হয়ে শেষ ষোলোয় উঠেছে। আর ছয় গ্রুপের তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে পরের রাউন্ডে উঠেছে চেক প্রজাতন্ত্রও।