গ্রুপ থিয়েটার ফোরামের ২৫ বছর পূর্তি উৎসব

| শুক্রবার , ২২ অক্টোবর, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

‘সৃজনে, দ্রোহে, অঙ্গিকারে’ এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের নাট্য সংগঠনসমূহের বৃহত্তম মোর্চা চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুভেচ্ছা কথামালা, আলোচনা সভা, নাটকের গান, নাট্যাংশ অভিনয় ও পাঠাভিনয় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খালেদ হেলালের সভাপতিত্বে সভায় অতিথি আলোচক ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত নাট্যকার ও নির্দেশক রবিউল আলম, জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রাপ্ত নাট্যকার ও নির্দেশক ম. সাইফুল আলম চৌধুরী ও নাট্যকার, নির্দেশক, অভিনেতা সনজীব বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিকিরণ বড়ুয়া।
বক্তারা বলেন, বাংলাদেশ যখন তার সূবর্ণজয়ন্তী উদযাপন করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ তথা মুজিব বর্ষ উদযাপন করছে ঠিক সেই সময়ে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর উম্মাদনায় সারা দেশের সম্প্রীতি ধুলিস্মাৎ করার ষড়যন্ত্র চলছে। অতিতের মত নাট্যকর্মীরা যেভাবে ধর্মীয় গোঁড়ামি, সহিংসতা, অন্যায়, অবিচারের বিরুদ্ধে এবং ন্যায্যতার জন্য আন্দোলন সংগ্রাম করেছে তেমনি করেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় উগ্রবাদীদের ধর্মীয় উম্মাদনা প্রতিহিত করবে। সোনার বাংলা শস্মান করার ষড়যন্ত্র যে কোন মূল্যে প্রতিহত করবে এ দেশের আপামর জনগণ। অনুষ্ঠানে শুভেচ্ছা কথামালায় অংশগ্রহণ করেন, জাহাঙ্গীর কবীর, সাইফুল আলম বাবু, তাপস শেখর, অসিত দাশ পুলক, ড. কুন্তল বড়ুয়া, হাসান জাহাঙ্গীর, মনসুর মাসুদ, শামসুল কবীর লিটন, মোস্তফা মানিক, উত্তম বিশ্বাস, মাশরুরজ্জামান মুকুট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহরুখ খানের বাড়িতে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর তল্লাশি
পরবর্তী নিবন্ধফেইসবুক লাইভে স্ত্রী হত্যা, স্বামীর ফাঁসির রায়