‘চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম’ আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে গত ২২ফেব্রুয়ারি থেকে ৬মার্চ‘২৪ পর্যন্ত ১৩ দিনব্যাপী ‘গ্রুপ থিয়েটার উৎসব ২০২৪‘ এর ৫দিন গতকাল ২৭ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় মিলনায়তনে মঞ্চমুকুট নাট্য গোষ্ঠী পরিবেশন করে নাটক ‘হতজ্ঞান’। রূপেশ কান্তি দে তপু রচিত ও নির্দেশিত ‘হতজ্ঞান’ নাটকে বলা হয়, মানুষের মানুষ পরিচয়ই সব থেকে বড় পরিচয়। সভ্যতার অগ্রগতি যতটুকু হয়েছে তার চেয়ে অধিক বেড়েছে অসভ্যতা। নাটকটিতে অভিনয়ে অংশ নেন মো. আশরাফুল করিম সৌরভ, ঋতুপর্ণা সেনগুপ্তা, শেখ আনিস মঞ্জুর (অরিন্দম নাট্য সমপ্রদায়),বাপ্পি হায়দার (গণায়ন নাট্য সমপ্রদায়), বিকিরণ বড়ুয়া (নান্দীমুখ ), নাজিম উদ্দিন মামুন (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), নাসরিন আক্তার (তির্যক নাট্যগোষ্ঠী), বিজয় চক্রবর্তী, রানা ভৌমিক, ছোটন দাশ, মাইকেল মহাজন ও স্বপ্নীল চক্রবর্তী।
মিলনায়তনে নাটক শুরুর পূর্বে সন্ধ্যে সোয়া ৬টায় নাট্যকর্মী হৈমন্তী শুক্লার সঞ্চালনায় অনিরুদ্ধ মুক্তমঞ্চে সন্ধ্যে সোয়া ৬টায় মুক্ত–নাটক ‘ফুলজান’ পরিবেশন করবে নাট্যাধার এবং দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি। আজ ২৮ অক্টোবর মিলনায়তনে সন্ধ্যে সোয়া ৭টায় ‘উত্তরাধিকার’ মঞ্চস্থ নাটক ‘মৃত্যুপথ’। আর সন্ধ্যে সোয়া ৬টায় অনিরুদ্ধ মুক্ত মঞ্চে কালপুরুষ নাট্য সমপ্রদায় পরিবেশন করবে মুক্ত–নাটক ‘হাল ছেড়ো না’। দলীয় নৃত্য পরিবেশন করবে ‘কালার্স একাডেমি’। প্রেস বিজ্ঞপ্তি।