মালয়েশিয়ার কুচিংয়ে ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল ২–১ ব্যবধানে গুয়ামকে পরাজিত করেছে। গত পরশু দিন প্রথম খেলায় বাংলাদেশ একই ব্যবধানে প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছিল। ফলে দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। গতকাল দ্বিতীয় খেলায় প্রথম এককে বাংলাদেশের মো. রাজিব হোসেন ৬–১, ৬–১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২–৬, ১–৬ গেমে গুয়ামের জুনহিক সিও এর নিকট পরাজিত হন। ফলে ম্যাচে ১–১ সমতা হয়। দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও তুষার জুটি ৬–২, ৬–৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে পরাজিত করলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়।