গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় উপজেলা চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৪৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমাপ্ত হয়েছে। সমাপনী দিনে স্কুল ভিত্তিক বালকদের ফুটবল খেলায় কাপ্তাই উচ্চ বিদ্যালয় ২০ গোলে ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মো. আব্দুল কাদের। খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে ক্রেষ্ট ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, ক্রীড়া সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান বাবুল, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিদল তনচংগ্যা, শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, কেপিএম স্কুলের অধ্যক্ষ বেগম আফরোজা আক্তার নূর, কাপ্তাই আল আমীন নূরীয়া মাদ্রাসার সুপার মো. আবুল কাশেম, তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার, লোটাস শিশু সদনের অধ্যক্ষ এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহবুব হাসান।

পূর্ববর্তী নিবন্ধসিটি কর্পোরেশন একাদশের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধ৫০তম গ্রীষ্মকালীন ফুটবলে মেরিন একাডেমি ও কামিনী মজুমদার স্কুল চ্যাম্পিয়ন