গ্রীন এসোসিয়েশনের বর্ষপূর্তি অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভা গতকাল দক্ষিণ পতেঙ্গার চেয়ারম্যান ভিলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গ্রীন এসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন মিল্কীর সভাপতিত্বে এবং লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল ও মামুনুর রশীদ লিটনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নুরুল আবছার, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন মো. নুরুল হুদা, জিয়াউর রহমান মিয়া, ক্রীড়া ব্যক্তিত্ব জাহিদ ইউছুপ, নিজাম মার্কেট ব্যবসায়ী কল্যাণ পরিষদের উপদেষ্টা নাসির, অর্থ সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, দিদারুল আলম, রিদুয়ানুল হক। সভায় সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন এবং অর্থ সম্পাদকের আর্থিক প্রতিবেদন পেশ করেন এবং নিয়ম অনুযায়ী তা অনুমোদিত হয়।
পরে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।