গ্রিসে দাবানল, জঙ্গল থেকে মিলল ১৮ লাশ

| বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

গত চারদিন ধরে দাবানলে জ্বলতে থাকা গ্রিসের উত্তরাঞ্চলের বন এলাকায় পাওয়া গেছে ১৮ টি মৃতদেহ। গ্রিক ফায়ার সার্ভিস একথা জানিয়েছে। প্রাথমিক কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, যারা মারা গেছে তারা অভিবাসনপ্রত্যাশী হতে পারে। দাদিয়া বনের ওই জায়গায় একজন শবপরীক্ষক এবং একটি তদন্ত দল যাচ্ছে। খবর বিডিনিউজের।

তুরস্ক সীমান্তের অদূরে উত্তরপূর্ব গ্রিসের এভরস অঞ্চল আগুনে সব ধ্বংস হয়ে গেছে। অ্যালেঙান্দ্রোপলিস নগরীর একটি হাসপাতাল খালি করে দিতে হয়েছে।

অ্যালেঙান্দ্রোপলিস নগরীর উত্তরে দাদিয়া ন্যাশনাল পার্ক একটি বিশাল কাঠের এলাকা। সেখানে সোমবার থেকে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরিং নেবুলার চোখ ধাঁধানো ছবি দেখাল জেমস ওয়েব
পরবর্তী নিবন্ধপাকিস্তানে হাজার ফুট উপরে কেবল কারে আটকা ৬ শিশুসহ ৮ জন