গ্রিসে জাহাজ কোম্পানিতে গুলি, নিহত ৪

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

গ্রিসে রাজধানী এথেন্সের কাছে একটি জাহাজ কোম্পানির কার্যালয়ে সাবেক কর্মীর পরিচয়ে এক ব্যক্তি গুলি করে তিনজনকে হত্যা করেছে। পরে সে নিজে আত্মহত্যা করে। গ্রিক গণমাধ্যম বলছে, বন্দুকধারী ওই ব্যক্তির গুলিতে এক নারী ও দুই পুরুষ নিহত হন। পরে বন্দুকধারী নিজেকে গুলি করে। শিকারি রাইফেলের পাশে ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। খবর বিডিনিউজের।

এই রাইফেল দিয়েই হামলাকারী গুলি চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, বন্দুকধারী জাহাজ কোম্পানির সাবেক কর্মী। তাকে সমপ্রতি বরখাস্ত করা হয়েছিল। নিহতদের মধ্যে আছেন ইউরোপীয়ান প্রোডাক্ট ক্যারিয়ারস কোম্পানির মালিকও। এথেন্সের প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে গ্লাইফাদায় গুলির ঘটনা ঘটে। প্রথমদিকে মানুষকে জিম্মি করার ঘটনা ঘটেছিল।

বিবিসি জানায়, সশস্ত্র ব্যক্তি ভবন ভেঙে ভেতরে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায়। তারপর দুই পুরুষ ও এক নারীকে হত্যা করে। কোম্পানির কর্মী এক প্রত্যক্ষদর্শী বাইরে সাংবাদিকদের বলেছেন, তিনি গুলির শব্দ শুনতে পেয়েছিলেন। প্রথম দুটো শব্দশোনার পর সিঁড়ির দিকে যান কি হচ্ছে তা দেখতে। তখন তিনি দুইজনকে নেমে আসতে দেখতে পান।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয় নৌ সেনাকে মুক্তি দিল কাতার
পরবর্তী নিবন্ধহজের খরচ কমালো সৌদি আরব