গ্রিনল্যান্ড নিতে সামরিকসহ নানা বিকল্প নিয়ে কথা চলছে

জানাল হোয়াইট হাউস | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৫১ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণে নানা ধরনের বিকল্প নিয়ে আলোচনা করছেন, যার মধ্যে সামরিক বাহিনীকে কাজে লাগানোর বিষয়টিও আছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নেটো সদস্যভুক্ত ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারে আছে বলেও বিবিসিকে বলেছেন তারা। খবর বিডিনিউজের।

আর্কটিকের এ দ্বীপটিকে যুক্তরাষ্ট্রের দখলে নিতে ট্রাম্পের আকাঙ্ক্ষাকে ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ডেনমার্ক। মঙ্গলবার ইউরোপের নেতারা এক যৌথ বিবৃতি দিয়ে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছেন। তার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউস গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আগ্রহের কথা ফের জানাল। সপ্তাহান্তে ট্রাম্প তার দাবির বিষয়টি সামনে এনে বলেছিলেন, নিরাপত্তাজনিত কারণেই যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার। এর পাল্টায় ডেনিশ প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেদেরিকসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলা নেটোর ইতি টানবে।

মঙ্গলবার এ ব্যাপারে হোয়াইট হাউস বলেছে, গুরুত্বপূর্ণ এই বৈদেশিক নীতি সংক্রান্ত উদ্দেশ্য পূরণে নানান বিকল্প নিয়ে আলাপ আলোচনা করছেন প্রেসিডেন্ট ও তার দলবল। অবশ্য মার্কিন সামরিক বাহিনীকে কাজে লাগানোর সুযোগ তো কমান্ডার ইন চিফের এখতিয়ারে সবসময়ই থাকে।

ট্রান্সআটলান্টিক সামরিক জোট নেটোর সদস্য দেশগুলো বহির্শত্রুর আক্রমণ মোকাবেলায় একে অপরের পাশে দাঁড়াতে আইনিভাবে বাধ্য। মঙ্গলবার ৬ ইউরোপীয় মিত্র গ্রিনল্যান্ড প্রসঙ্গে ডেনমার্কের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। গ্রিনল্যান্ড এর জনগণের কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডই তাদের সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে, যৌথ বিবৃতিতে এমনটাই বলেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও ডেনমার্কের নেতারা। যুক্তরাষ্ট্রের মতো তারাও আর্কটিকের নিরাপত্তার ব্যাপারে সজাগ জানিয়ে বিবৃতিতে ইউরোপের এ দেশগুলো বলছে, নিরাপত্তা সংক্রান্ত লক্ষ্য যুক্তরাষ্ট্রসহ নেটো মিত্রদের দিয়েই সম্মিলিতভাবে অর্জন করা সম্ভব। তারা সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও সীমান্ত অক্ষুণ্ন রাখাসহ জাতিসংঘ সনদের মূলনীতিগুলো মেনে চলারও’ আহ্বান জানান।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইন্স ফ্রেদেরিক নিলসেন এ বিবৃতিকে স্বাগত জানিয়ে সম্মানজনক সংলাপের আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া-চীন-কিউবা-ইরানের উপদেষ্টাদের বহিস্কার করতে চায় ওয়াশিংটন
পরবর্তী নিবন্ধসোলায়মান সওদাগর কেজি স্কুলে পুরস্কার বিতরণ