চট্টগ্রাম নগরীতে এক গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ইস্টার্ন ব্যাংক লিঃ এর কর্মকর্তা মোঃ ইফতেখারুল করিবকে কারাদ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইস্টার্ন ব্যাংক ও আর নিজাম রোড শাখার এই কর্মকর্তার বিরুদ্ধে ১২ বছর ৩ মাস ও ১ কোটি ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ বছর ৩ মাস কারাদণ্ড ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ।
দুদক প্রকিউশন সূত্রে জানা যায়, ইস্টার্ন ব্যাংক লিঃ ও আর নিজাম রোড শাখার ফজিলাতুন্নেসার নামে এক গ্রাহকের ৯০ লক্ষ টাকার ভুয়া এফডিএ দেখিয়ে আত্মসাৎ করার অভিযোগ ছিল সাবেক এই ব্যাংক কর্মকর্তা মোঃ ইফতেখারুল কবিরের বিরুদ্ধে।
এসব অভিযোগে দুদকের করা এক বিশেষ মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত।
দুদকের আইনজীবী এড. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সাক্ষ্য প্রমাণে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। বাদী বিবাদী পক্ষে দীর্ঘ শুনানি শেষে তার বিরুদ্ধে আদালত সাজার রায় ঘোষণা করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট।