ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে প্রায় দেড়শ ভরি স্বর্ণালংকার গায়েবের ঘটনায় গ্রাহক রোকেয়া আক্তার বারীর লিখিত অভিযোগ দুদক প্রধান কার্যালয়ে পাঠিয়েছে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১। গতকাল মঙ্গলবার কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, রোকেয়া বারীর অভিযোগটি পাওয়ার পর আমাদের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি এবং মামলা দায়েরের জন্য অনুমোদন চেয়েছি। অনুমোদন পাওয়ার পর আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর আগে গত সোমবার রোকেয়া আক্তার বারী চকবাজার থানায় লিখিত এজাহার দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটি অভিযোগ হিসেবে গ্রহণ করে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে পাঠান। ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য মতে, ঘটনাটি দুদকের শিডিউলভুক্ত।
রোকেয়া আক্তারের অভিযোগে চারজন ব্যাংক কর্মকর্তাকে দায়ী করা হয়েছে। তারা হলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মনিরুল মাউলা, কোম্পানি সেক্রেটারি এফসিএস জে কিউ এম হাবিবউল্লাহ, ব্যাংকের চকবাজার শাখার সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার এস এম শফিকুল মাওলা চৌধুরী এবং লকারের দায়িত্বরত অফিসার ইউনুস।
রোকেয়া আক্তার নগরীর চট্টেশ্বরী রোডের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা। গত ২৯ মে স্বর্ণালংকার আনার জন্য তিনি ব্যাংকে গেলে লকার থেকে স্বর্ণালংকার গায়েব হওয়ার বিষয়টি ধরা পড়ে। তার ভাষ্য, লকারে প্রায় ১৬০ ভরি স্বর্ণাংলকার ছিল। এর মধ্যে প্রায় ১৪৯ ভরি স্বর্ণাংলকার চুরি হয়েছে।