গ্রামীণ জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে হবে

পলিমাটি আয়োজিত মহামুনি সাহিত্য মেলায় বক্তারা

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সাহিত্যচর্চা কেন্দ্র পলিমাটির আত্মপ্রকাশ উপলক্ষে মহামুনি সাহিত্য মেলায় বক্তারা বলেছেন, গ্রামীণ জনপদে যাঁরা সাহিত্যচর্চা করছেন, তাঁদের পৃষ্ঠপোষকতা দিতে হবে। প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে আনতে হবে। তাঁরা বলেন, মূল্যবোধের অবক্ষয় রোধে সাহিত্য চর্চা খুবই জরুরি। সাহিত্য মানুষের অন্তর্জগতে বইয়ে দিতে পারে শান্তির সুবাতাস, মুক্তি দিতে পারে অবরুদ্ধ মানবিক চেতনাকে। কবিলেখক সাহিত্যিকঔপন্যাসিক শব্দের বুননে প্রতিবিম্বিত হয় মানুষের যাপিত জীবনের চিত্র এবং সাহিত্যই বদলে দিতে পারে মানুষের চেতনার গতিধারা।

গত ১ মে রাউজানের মহামুনি মন্দির প্রাঙ্গণের তটিনী কমিউনিটি হলে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের কবিলেখকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ‘পলিমাটি’র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ।

কবিসাহিত্যিক স্বপন কুমার বড়য়ার সভাপতিত্বে উৎসবে বক্তব্য রাখেন পলিমাটি’র আহ্বায়ক অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, সাংবাদিক নিজামউদ্দিন রানা, প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, কবিছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, প্রাবন্ধিক সুপ্রতিম বড়ুয়া, বিভুল কুমার চৌধুরী, শেখর বড়ুয়া মংকা, সমীরণ বড়ুয়া, গল্পকার লিপি বড়ুয়া, শরণংকর বড়য়া, ডা. মো. ইউসুফ মিয়া, মো. সেলিম, আ স ম রফিক রিজভী, পারভিন আক্তার, অধ্যাপক পলাশ মুৎসুদ্দী, নুরুল কবির করিমী, চন্দ্রিমা মুৎসুদ্দী, নান্টু কুমার দাশ, শেখর ঘোষ আপন, অঞ্জন বড়ুয়া, প্রিয়তোষ বড়য়া, রূপস মুৎসুদ্দী জিসনু, রানা বড়ুয়া, অশোক বড়ুয়া, সুনিত বড়ুয়া, রনজিত চৌধুরী, প্রিয়াল মুৎসুদ্দী সেতু, অনুপ মুৎসুদ্দী, প্রণব বড়ুয়া শিবু, ভদ্রজিত চৌধুরী প্রমুখ।

সাহিত্যপ্রেমীদের মিলনমেলার এই আয়োজনে উদ্যোগী ভূমিকা পালন করেছেন অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, বিভুল কুমার চৌধুরী, উত্তম কে বড়ুয়া, অধ্যাপিকা পুষ্প বড়ুয়া, শিক্ষক মজিবুর রহমান, স্বপন কুমার বড়ুয়া প্রমুখ।এতে স্বরচিত লেখা পাঠ, সংগীত, নৃত্য ও বৃন্দ আবৃত্তিতে অংশ নেন উত্তম বড়ুয়া, অশোক কুমার ধর, উর্মি বড়ুয়া, রাজেশ মুৎসুদ্দী, প্রীতি বড়ুয়া, ইতি বড়ুয়া, মৌসুমী মুৎসুদ্দী, রানা বড়ুয়া, ঐশী, রাজবীর, মিলা, মেঘনা, অপ্সরী, সবুজ, চন্দ্রমুখী, অনুমেধা, স্নিগ্ধা, চৈশধ ও অন্যান্য শিশুশিল্পীবৃন্দ। অনুষ্ঠানে ‘পলিমাটি’ নামে একটি স্মারক প্রকাশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সুব্রত বড়ুয়া বাবু ও বিপ্লব বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের নির্বাচিত সরকারের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধক্ষেতমজুর সমিতির মে দিবস পালন