নগরীতে অনুমোদনহীন গ্রাম সিএনজি টেঙি ও ব্যাটারিরিকশার বিরুদ্ধে মাসব্যাপী অভিযানে নেমেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল ৯ জুলাই থেকে আগামী ১০ আগস্ট পর্যন্ত নগরজুড়ে এ অভিযান চলবে।
ইতোমধ্যে এই অভিযান পরিচালনার জন্য সিএমপির চার ট্রাফিক বিভাগের উপ–পুলিশ কমিশনারদের লিখিত নির্দেশনা দেয়া হয়েছে। এর অংশ হিসেবে গতকাল ট্রাফিক উত্তর বিভাগের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা ও বায়েজিদ থানাধীন হাটহাজারী সড়কে প্রথম দিনের অভিযানে ৪৭টি গাড়ি আটক করে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) কীর্তিমান চাকমা জানান, ট্রাাফিক উত্তর বিভাগের আজ (মঙ্গলবার) যে অভিযান শুরু হয়েছে তা আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। প্রথম দিনের অভিযানে ১৮টি গ্রাম সিএনজি, ১৭টি ব্যাটারিচালিত রিকশা, ১০টি ম্যাক্সিমা ও দুইটি মোটরসাইকেলসহ মোট ৪৭টি গাড়ি আটক করে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়েছে।
ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে চারজন চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।