লোহাগাড়ায় মুরগির খামারের আড়ালে অবৈধভাবে গ্যাসের সাথে বায়ু মিশিয়ে সিলিন্ডার রিফিল করার অভিযোগে মো. ইলিয়াছ (২৫) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ইলিয়াছ উপজেলা কলাউজান ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কলাউজান খালাদাদ খাঁন পাড়ার আব্দুশ শুক্কুরের পুত্র। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কলাউজান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
জানা যায়, গত মঙ্গলবার দিনগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খালাদাদ খাঁন পাড়ায় একটি মুরগির খামারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে গ্যাসের সাথে বায়ু মিশিয়ে সিলিন্ডার রিফিলের বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে রিফিল কাজে জড়িতরা কৌশলে পালিয়ে যায়। এ সময় জব্দ করা হয়েছে ১টি কম্প্রেসার মেশিন, ১টি ওজন মাপার যন্ত্র, ২৭১টি সিলিন্ডার, ১টি পাওয়ার সাপ্লায়ার মেশিন, ৩০ মিটার সংযোগ পাইপ ও ১০০টি লেবেল। রাতে জব্দকৃত সরঞ্জাম স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। পরদিন বিকেলে পুনরায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল কাজে জড়িত ইলিয়াছকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের সাজা প্রদান করে।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত গ্যাস সিলিন্ডারগুলো নিস্ক্রিয় করা হয়েছে। গ্যাস সিলিন্ডারগুলো খুবই ঝুঁকিপূর্ণ ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, মুরগির খামারের আড়ালে মেশিনের মাধ্যমে বায়ু আর গ্যাস ঢুকিয়ে সিলিন্ডার রিফিল করার অপরাধে এক যুবককে ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে। কিছুদিন যাবত রাতে মানুষ ঘুমিয়ে গেলে এমন ঝুঁকিপূর্ণ, অনৈতিক ও অনুমোদনবিহীন কাজটি করে আসছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।