ফটিকছড়ি ও হাটহাজারীতে গ্যাস সিলিন্ডার বিক্রয়ে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্টের মাধ্যমে ফটিকছড়িতে ৫ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা ও হাটহাজারীতে ৩ দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল বুধবার ও মঙ্গলবার রাতে এসব অভিযান পরিচালিত হয়।
ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলার বিবিরহাট ও নাজিরহাট বাজারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিবিরহাট বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির দায়ে মেসার্স এম এন আর এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং মেসার্স আবসার অ্যান্ড ব্রাদার্স এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সারোয়ার স্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার নাজিরহাট বাজারে এম এস ট্রেডিংকে ১০ হাজার টাকা এবং ফাতেমা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এসব মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে এলপিজি বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। ন্যায্যমূল্য নিশ্চিত ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলায় গ্যাস সিলিন্ডার বিক্রয়ে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে ৩ জন দোকানিকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গতকাল বুধবার উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর ফয়েজিয়া বাজারে এ অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানিয়েছেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অপরাধে ৩টি মামলায় ৩ জন দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গ্যাস সিলিন্ডার মজুদ করলে অথবা কারসাজি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












