গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক ঐক্যের সভা

| শনিবার , ২৭ জানুয়ারি, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে নাগরিক ঐক্যের সভা সম্প্রতি উপদেষ্টা আব্দুল মাহবুদের সভাপতিত্বে নাগরিক ঐক্যের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন নাগরিক ঐক্যের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী নুরুল আফসার মজুমদার স্বপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মির্জা শাহ আলম, মো. কামরুল ইসলাম, মো. ফয়েজ ও মো. ফজলুল হক।

সভায় বক্তারা অভিযোগ করেন, চট্টগ্রামে চলমান গ্যাস সংকটের সাথে সাথে পরিবহন ও সিলিন্ডার ব্যবসায়ী সিন্ডিকেট কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা গ্যাস সংকটের আশু সমাধান এবং দ্রব্যমূল্য কমানোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় মসজিদে প্রতিপক্ষের হামলায় আহত ৪
পরবর্তী নিবন্ধবিএনপি নির্বাচনে না এসে কত বড় ভুল করেছে তা অচিরেই টের পাবে : কাদের