বিশ্ব অর্থনীতির চলমান সংকটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভর্তুকি দিয়ে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আর সম্ভব নয়। বিজয় দিবস উপলক্ষে গতকাল রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আমি বলব, বিদ্যুৎ উৎপাদন করার যা খরচ, আমরা কিন্তু তার থেকে কম খরচে সবাইকে বিদ্যুৎ দিই। সেটা কিন্তু দেওয়া সম্ভব না। কাজেই যে খরচ হয়, সেই খরচটা দিতেই হবে।
এজন্য প্রস্তুত থাকতে হবে, যে টাকা দিয়ে কিনছি এবং যে টাকা আমাদের পরিবহন খরচ তার মূল্যটা কিন্তু দিতে হবে। নইলে আমরা দিতে পারব না। পরিষ্কার কথা; যদি চান, পয়সা দিয়ে ঠিকমতো নিতে হবে। খবর বিডিনিউজের।
ব্যবসায়ীদের গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গ্যাসের মূল্য যেহেতু বেড়ে গেছে, আমাদের বিদেশ থেকে যেটা আনতে হয়, নিজেদের গ্যাস যেটুকু সীমিত, সেটা তো আমরা দিচ্ছি।
কিন্তু যে গ্যাস আমরা যে দামে কিনি, আমাদের যারা ব্যবসায়ী আছেন, গ্যাস ব্যবহার করেন বা বাকি যারা ব্যবহার করেন, প্রত্যেককে এখানে সাশ্রয়ী হতে হবে। ভর্তুকি তুলে নেওয়ার উদ্যোগের ব্যাখ্যায় তিনি বলেন, আমরা তো ভর্তুকি দিয়েই এতদিন দিচ্ছিলাম। কারণ টাকা ছিল, দিচ্ছিলাম।
কিন্তু এখন তো আমাদের সেভাবে সাশ্রয়ী হতে হবে। কারণ সারা বিশ্বব্যাপী মন্দা সেটা মাথায় রেখে কিন্তু… ভোক্তারা ‘নিজেদের স্বার্থেই’ এখন সাশ্রয়ী হবেন-এমন আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এখানে অসুবিধার কিছু নেই। ব্যবহারটা আমরা যদি খুব সাবধানে করি, বিলটা কিন্তু কমানো যায়।