হাটহাজারী উপজেলায় শিকারপুর ইউনিয়নে গত ১৭ নভেম্বর ৮৭ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে গৌরাঙ্গ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন স্কুল একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুব লীগের সাধারণ সম্পাদক এস.এম রাশেদুল আলম। তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়ন ও প্রতিটি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করছেন। উন্নয়নমূলক কাজের সরকারের বিকল্প নেই।এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক এম এ খালেক, আওয়ামী লীগ নেতা মো. এরশাদ, মো. শফি, মো. রাশেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার বাবলা, মো. আজম, মো. ওমর, মো. মনসুর, মো. রাসেল, মো. বাবর, মহিউদ্দিন, সুজন, দৌলত, জুয়েল, জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।