গৌতম বুদ্ধের অভিধর্ম ত্রিপটকের পুণাঙ্গঁ অভিধর্ম পাঠের উদ্বোধন

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আগ্রাবাদ মোগলটুলী শ্মশান ভূমি শাক্যমুণি বুদ্ধ বিহারে গত শুক্রবার বিকাল ৪ টা হতে ১৩ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত ১৪ দিবারাত্রি মহামতি গৌতম বুদ্ধের মূখঃনিশ্রিত বানী দূর্লভ অভিধর্ম ত্রিপটকের অন্তর্গত পুণাঙ্গঁ অভিধর্ম পাঠের উদ্বোধন করা হয়েছে।

আগ্রাবাদস্থ শ্মশান ভূমি শাক্যমুণি বুদ্ধ বিহারের উদ্যোগে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ সদ্ধর্মবারিধি ত্রিপিটিক বিশারদ প্রিয়দর্শী মহাথের, ধর্মীয় আলোচনা করেন সত্যপাল মহাথের, প্রজ্ঞাইন্দ্রিয় মহাথের, ত্রিপিটক অনুবাদক জ্ঞানইন্দ্রিয় মহাথের, পবিত্র অভিধর্ম পাঠ পরিচালনা ও পাঠে অংশগ্রহণ করবেন শ্রদ্ধাইন্দ্রিয় থের, লোকরত্ন থের, দীপেইন্দ্রিয় থের, স্মৃতিইন্দ্রিয় থের, ক্ষান্তি ইন্দ্রিয় থের, আরাক্ষাইন্দ্রিয় থের, বিশুদ্ধইন্দ্রিয় থের সহ মোগলটুলী বিহারে ভিক্ষু সংঘ অংশগ্রহণ নিবেন। ধর্মদূত তিলোকাবংশ মহাথেরসহ প্রজ্ঞা ভিক্ষুসংঘ এতে উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন বিকাল ৫ টায় সদ্ধর্মদেশনা, পানীয় সংঘদান, অষ্টপরিস্কার দান করে দেশ ও জাতির মঙ্গল সুখ শান্তি সমবৃদ্ধি কামনায় পুন্যদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএ বি এম ওয়াদুদ উল্ল্যাহর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধবাসের ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর