গোসাইলডাঙ্গায় কাভার্ডভ্যান চাপায় নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

নগরীতে কাভার্ডভ্যান চাপায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পলাতক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে বন্দর থানার ফকিরহাট বড় বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজমত আলী (৬১) পাবনা জেলার ভেড়ামারা এলাকার বাসিন্দা।

বন্দর থানা পুুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাতে গোসাইলডাঙ্গার আমিন ফিউচার পার্ক মার্কেটের সামনের রাস্তায় এক অজ্ঞাতনামা ব্যক্তিকে চাপা দিয়ে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা যায়। পরে ঘটনাস্থলের সিসি ফুটেজ পর্যালোচনা করে গাড়ির রং শনাক্ত করা গেলেও পরিবহনের নাম ও নম্বর অস্পষ্ট পাওয়া যায়।

পুলিশ জানায়, অভিযানে গাড়িটি রোকসানা পরিবহনের বলে জানতে পেরে রোকসানা পরিবহনের গ্যারেজে অভিযান চালানো হয়। এরপর চালকের নাম ঠিকানা সংগ্রহ করে তাকে গত বরিবার রাতে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৫টি চোরাই মোবাইলসহ যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধভবনে মশার লার্ভা ও রাস্তা ফুটপাত দখল