এফসি গোসাইলডাঙ্গা আয়োজিত পাঁচদিনব্যাপী গোসাইলডাঙ্গা ফুটবল চ্যাম্পিয়নশিপ সিজন ৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান গত ২৬ মার্চ বুধবার রাতে সিডিএ এলাকায় এমিগোস স্পোর্টস পার্ক টার্ফে অনুষ্ঠিত হয়। ভোরের সাথি এবং এফসি গোসাইলডাঙ্গার মধ্যকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে গোল শূন্য সমতায় শেষ হলে পেনাল্টির মাধমে ৩–২ গোলে এফসি গোসাইলডাঙ্গা জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ হন ধ্রুব বিশ্বাস। ম্যান অব দ্যা টুর্নামেন্ট অর্ক দে এবং সেরা গোলদাতা বিধান দে। এছাড়া টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন করে বন্ডিং এফসি। খেলা শেষে টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক সজীব বিশ্বাস ও সভাপতি বিজয় কর (মালু) এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্ববায়ক রতন দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজীব ঘোষ সাজু, সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দিন (রুবেল)।
এছাড়া উপস্থিত ছিলেন অনিল চৌধুরী, অজয় চৌধুরী পিন্টু, প্রভাত চক্রবর্তী, নারায়ন ভৌমিক, উওম দাশগুপ্ত, বিশ্বজিৎ দাশ (জুয়েল), প্রবাল চৌধুরী, সুমন কর, অজয় কর, শাহ আতাউল গনি খান, ফখরুল ইসলাম কাওসার, পলাশ চক্রবর্তী, আরাফাতুর রহমান (রবিন), মানিক দে, শাহ আরমান খান, হাসান রাসেল। তৃতীয়বারের মতো সফল টুর্নামেন্ট অনুষ্ঠিত করায় আয়োজকরা গোসাইলডাঙ্গা বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।