পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। একটি মাইলফলক স্পর্শ করে তার নাম খোদায় হয়ে গেল ইতিহাসের এক পাতায়, যেখানে পা পড়েনি আর কারো। সৌদি সুপার কাপের ফাইনালে শনিবার আল আহলির বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোলটি করেন রোনালদো। আল নাস্রের হয়ে তার শততম গোল এটি। তবে সৌদি সুপার কাপে দুইবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারল না আল নাস্র। পরাজয়ের দুয়ার থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় আল আহলি। সেখানেও বাজিমাত করে তারা। সৌদি সুপার কাপ জিতে নেয় দলটি। হংকংয়ে শনিবারের ফাইনালে ২–২ সমতার পর টাইব্রেকারে ৫–৩ গোলে জেতে আল আহলি। এদিকে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ভিন্ন চারটি ক্লাবের হয়ে একশ বা এর বেশি গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা। রেয়াল মাদ্রিদের হয়ে তার গোল ৪৩৮ ম্যাচে ৪৫০টি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দুই মেয়াদে ৩৪৬ ম্যাচে তিনি গোল করেন ১৪৫টি। ইউভেন্তুসের হয়ে ১৩৪ ম্যাচে গোল ১০১টি। এবার আল নাস্রের হয়ে ১১৩তম ম্যাচে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার রোনালদো জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত করেছেন ১৩৮ গোল। ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলকের পথে ছুটে চলা পাঁচবারের ব্যালন দ’র জয়ীর মোট গোল হলো ৯৩৯টি।