আল্লাহর রহমত কামনা এবং বিশ্বজুড়ে মানবতার এই দুঃসময়ে মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) তিনদিনব্যাপী বার্ষিক ওরশ গতকাল মঙ্গলবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে সম্পন্ন হয়েছে। সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র জীবন কর্মের ওপর আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মাজিআ)। তিনি বলেন, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধিই অর্জন করে। আর আউলিয়ায়ে কেরামের দরবারে মানুষকে আত্মশুদ্ধি অর্জনেরই শিক্ষা দেয়া হয়। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, সাইয়্যিদ মাশুক-এ-মইনুদ্দীন, সাইয়্যিদ হাসনাইন-এ-মইনুদ্দীন। আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, মাওলানা বাকী বিল্লাহ আল আজহারী, মুফতী মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।