গোলাম রহমান স্মৃতি ক্রিকেটের শিরোপা জিতল সিসিএ

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

রামপুর জুভেনেলিটি কনফেডারেশন আয়োজিত আলহাজ গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি (সিসিএ)। গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমিকে ২২ রানে হারায় সিসিএ। আগে ব্যাট করে চট্টগ্রাম ক্রিকেট অ্যাকাডেমি ৯২ রান সংগ্রহ করে। ফারদিন ২০,আপন ১০, বিজয় ১০ রান করেন, অতিরিক্ত রান হয় ২৫। দুই রেজা ২টি করে উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে সিসিএ বোলারদের দুর্দান্ত বোলিং তোপে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি ৭০ রানে সব উইকেট হারায়। একাই ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন সিসিএ’র ন্যাটা পেস বোলার সাইমন, সাকিব ৩টি ও সুমন ২টি উইকেট লাভ করেন। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন সিসিএ অধিনায়ক সুমন। এ ছাড়াও টুর্নামেন্টের সেরা বোলার হন শতাব্দীর ফাহিম ও সেরা ব্যাটসম্যান হন ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমির রহিম। সুদৃশ্য ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে প্রাইজমানি দেয়া হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। সভাপতি গোলাম রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. আবিদুর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়ানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোশতাক আহমেদ, ডা. নূরুল আমিন, সাজেদুল আলম চৌধুরী (মিল্টন), মো. শফিকুল হক, সিটি করপোরেশন ইন্সপেক্টর আওরঙ্গজেব শিবলু, মো. শাহজাহান, মো. মিনহাজ উদ্দিন, রামপুর জুভেনেলিটি কর্মকর্তা মো. ইমরান, টুর্নামেন্ট আয়োজক কমিটির কর্মকর্তা সাইফুর রহমান সুমন, মো. আরমান, আবু বকর ছিদ্দিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু আন্তঃজেলা অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধবাঁশখালী গন্ডামারা স্পোর্টস একাডেমির ফুটবল টুর্নামেন্ট শুরু