গোলাম রহমান স্মৃতি ক্রিকেটে ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাডেমির জয়

| সোমবার , ১৮ জানুয়ারি, ২০২১ at ১০:৫৫ পূর্বাহ্ণ

রামপুর জুভেনেলিটি কনফেডারেশন আয়োজিত আলহাজ গোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা করেছে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি। গতকাল রেলওয়ে পলোগ্রাউন্ডে নিজেদের প্রথম লিগ ম্যাচে তারা ২ উইকেটে হারায় শতাব্দী ক্রিকেট অ্যাকাডেমিকে। আগে ব্যাট করে শতাব্দী ক্রিকেট অ্যাকাডেমি নির্ধারিত ৩০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট অ্যাকাডেমি ২৭ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। বিজয়ী দলের মোবারকের হাতে ম্যাচসেরার পুরষ্কার তুলে দেন আলহাজ গোলাম রহমান ফাউন্ডেশন ও এবিটি ইন্টারন্যাশনালের ফিন্যান্স ডিরেক্টর নাঈম হাসান।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আরজি একাডেমীর জয়
পরবর্তী নিবন্ধএ প্লাস ফুটবল একাডেমির এক যুগ পূর্তি উৎসব