সমপ্রতি গোলাপের কাঁটার উৎসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যেখানে ৪০ কোটি বছর পুরানো রহস্যের সমাধান মিলেছে বলে দাবি তাদের। গোলাপ ফুল প্রেম ও রোমান্সের প্রতীক হওয়ার পাশাপাশি তীক্ষ্ন কাঁটার জন্যেও পরিচিত, যা ফুলের কুঁড়ি চিবিয়ে খাওয়া বিভিন্ন প্রাণী তাড়াতে গাছের ডালপালা থেকে বেরিয়ে আসে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। খবর বিডিনিউজের।
শুধু গোলাপেই এ ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, বিষয়টি এমন নয়। মাকড়সা ফুল বা ব্র্যাম্বলস, রাস্পবেরি ও ব্ল্যাকবেরি’র মতো ফুলের গুল্মে এমনকি টমেটো, বেগুন, বার্লি ও ধানের মতো নির্দিষ্ট কিছু ফসলেও এ ধরনের তীক্ষ্ণ কাঁটা থাকে। তবে এইসব উদ্ভিদ প্রজাতি, যার মধ্যে অনেকগুলোই কোটি বছরের বেশি সময় ধরে পৃথকভাবে বিবর্তিত হয়েছে, সেগুলোতে একই ধরনের কাঁটাওয়ালা বৈশিষ্ট্য কীভাবে এল? সেটাই বড় প্রশ্ন। সমপ্রতি একদল আন্তর্জাতিক গবেষক খুঁজে পেয়েছেন, এর উত্তর লুকিয়ে আছে গাছগুলোর ডিএনএ’তে। এতে তারা প্রাচীন জিন পরিবারের এমন একটি উৎসের খোঁজ পেয়েছেন, যা এইসব উদ্ভিদের এমন বৈচিত্র্যের জন্য দায়ী।