গোলপাহাড়ে আবাসিক হোটেল ও পতেঙ্গায় বসতঘরে আগুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:০৩ পূর্বাহ্ণ

নগরীর গোলপাহাড় ও পতেঙ্গায় গতকাল পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোলপাহাড় মোড়ে রোজ টাওয়ারের ৮ম তলার হোয়াইট-ইন নামের একটি আবাসিক হোটেলের রান্নার চুলা থেকে সকাল ১১ টা ১৫ মিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ২ হাজার টাকার মতো সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয় ২০ লাখ টাকার সম্পদ। অন্যদিকে পতেঙ্গার দক্ষিণ পাড়ার নিশান মার্কেটের গলির ৫ টি বসতঘরে দুপুর সাড়ে ১২ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ইনচার্জ কফিল উদ্দিন আজাদীকে বলেন, দুটি ঘটনাতেই বড় ধরণের ক্ষয়ক্ষতি হতে পারতো। তবে আমাদের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন।

পূর্ববর্তী নিবন্ধভোজ্যতেল কেনা বেচায় লাগবে রশিদ
পরবর্তী নিবন্ধসাত স্বর্ণের বার ও সিগারেটসহ যাত্রী আটক