ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে মন্দিরের পূজারীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা গত ১১ মে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সাবেক সভাপতি হরিপদ দের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ বিশু। শিমুল মুহুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরিমল ভট্টাচার্য, সুবল কান্তি চক্রবর্তী, সুকান্ত চক্রবর্তী, সাগর চক্রবর্তী ,শিবু চক্রবর্তী। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বাবুল চৌধুরী, নিকেল দে, মুনমুন দত্ত মুন্না, রুবেল দে, মিহির দে, ইঞ্জিনিয়ার শৈবাল ভৌমিক, সঞ্জয় প্রসাদ মল্লিক, রাজীব চক্রবর্তী, কুমার বিশ্বাস, যীশু নাথ, আশীষ আচার্য্য, রতন দে, সুজন মজুমদার, অর্পণ কান্তি ধর, মিন্টুময় চৌধুরী, রাকেশ ধর, সন্তোষ কুমার নন্দী, রুবেল দাশ, অমলকৃষ্ণ বৈষ্ণব, জেকশন দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।