গোপনে শুটিং করছেন শাকিব-মিতু

| বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:১৯ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। গোপনে ‘আগুন’ সিনেমার শেষ লটের শুটিং করছেন তিনি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় উপস্থাপক, মডেল ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। বদিউল আলম খোকন পরিচালিত শাকিবের অন্যান্য সিনেমার মতো এটি নিয়েও সিনেমা হল মালিকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

কারণ এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর আবারও সিনেমায় ফিরছেন পরিচালক-নায়কের সুপারহিট জুটি খোকন-শাকিব।

প্রায় দুই বছর পর ৫ নভেম্বর থেকে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে চলছে সিনেমার শুটিং। তবে পরিচালক খোকন ও কলাকুশলীরা এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গাজীপুরে শুটিং চলছে।

শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পাদনের টেবিলে যাবে সিনেমাটি। আরও একটি সূত্রে জানা গেছে, সামনের দুই ঈদের যেকোনো একটিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় এসে কী করবেন নোরা ফাতেহি?
পরবর্তী নিবন্ধসেই রাজিবকে বিয়ে করেছেন মেহজাবিন?