গোপনীয়তা প্রকাশ করায় চবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

চবি প্রতিনিধি | বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের নিয়োগ বোর্ডে অসৌজন্যমূলক আচরণ ও বোর্ডের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করায় পালি বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ও উপাচার্যের ক্ষমতাবলে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে বলা হয়, সিন্ডিকেটের ৫৪৪তম সভার ৩২ নম্বরের ‘ঘ’ এ বলা হয়, পালি বিভাগের সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপন নির্বাচনী বোর্ডের একজন সদস্য হয়ে বোর্ড চলাকালে অসৌজন্যমূলক আচরণ করেছেন। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত গোপনীয় তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসারে তদন্ত করা হবে।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন আইন অনুষদের ডিন প্রফেসর আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমানকে সদস্য সচিব ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সচিব হাসান মুহাম্মদ রোমান বলেন, বিষয়টি আমি আনুষ্ঠানিকভাবে এখনো জানতে পারিনি। আগামীকাল হয়তো চিঠি পাব। তখন কীভাবে কী করতে হবে, তা হয়তো জানতে পারব।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবরে আসবে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল
পরবর্তী নিবন্ধআগস্ট জুড়ে থাকবে বৃষ্টি রয়েছে বন্যার শঙ্কাও