গৃহস্থ জেগে উঠায় গরু রেখে পালিয়েছে চোরের দল

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে গোয়াল ঘর থেকে চুরি করা গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় লোকজন ঘুম থেকে জেগে উঠার আভাস পেয়ে চোরের দল গরু রেখে পালিয়ে গেছে। গতকাল ভোর রাতে উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের মরহুম আবদুস সোবহানের বাড়িতে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, গতকাল বুধবার ভোররাতে অহিদুল আলমের গোয়াল ঘরের তালা কেটে গরু চোর তার পালিত পাঁচটি গরু নিয়ে যায়। এইসব গরু নিয়ে চোর রাস্তায় বের হলে গুরুর মালিক ও স্থানীয় লোকজন ঘুম থেকে জেগে উঠার আভাস পেয়ে চোরের দল গরুগুলো রেখে পালিয়ে যায়। এভাবে চোরের হাত থেকে গরুগুলো ফিরে পাওয়ায় আনন্দে ভাসছেন অহিদুল আলম। গত রমজানের আগেও তার দুইটি গরু চুরি হয়ে গেছে বলে জানান তিনি।

চোর গরু চুরি করে নিয়ে যেতে না পারাকে তাদের (চোরদের) কপাল মন্দ, আর গৃহস্থের ভাগ্য ভালো বলে হাস্যরস করছেন লোকজন। ধলই ইউনিয়ন ও আশেপাশের এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয়রা। প্রশাসনকে এ ব্যাপারে তৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ার গহীন পাহাড় থেকে যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিদ্যুতের খুঁটি থেকে পড়ে বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু