গৃহনির্মাণ, দায়মুক্তি ও কারিগরি খাতে অনুদান ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগ

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা, গৃহনির্মাণ, কারিগরি খাতে অনুদান ও শিক্ষা সামগ্রী বিতরণ চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমদ হলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ নাছেরুল হক চিশতি। বক্তব্য রাখেন এস এস ফ্যাশন ওয়্যারস এর এমডি শাহজাহান লিটন, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মকসুদ আহমেদ, কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, লতিফা মাহমুদ, এম এ সবুর, দেলোয়ার হোসেন, সেকান্দার রহমান কায়সার, ওয়াহিদুল ইসলাম পাটোয়ারী, সৈয়দ বদরুল হক, খালেদ সাইফুদ্দিন, সাইফুদ্দিন মামুন, সৈয়দা শিরীন আক্তার প্রমুখ। এতে চিকিৎসা খাতে ১০জন, শিক্ষা খাতে ৫ জন, ঋণমুক্তির জন্য ২জন এবং ভর্তির জন্য একজনকে নগদ অর্থ প্রদান করা হয়। দুইজন দরিদ্র নারীকে সেলাই মেশিন, ইউসেপের আমবাগান কারিগরি স্কুলের জন্য একটি উন্নত এম্ব্রডারি মেশিন এবং একটি মাদ্রাসার জন্য শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সমাজ গঠন করতে হলে মানবিক কাজ বৃদ্ধি করতে হবে। একান্ত মানবতার সেবার নিয়তে প্রত্যেককে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে গ্যাসের দোকানকে জরিমানা ১ জনের জেল
পরবর্তী নিবন্ধঅটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনে আলিশা হাসান