গৃহকর নিয়ে করদাতা সুরক্ষা পরিষদ নগরবাসীকে বিভ্রান্ত করছে

সংবাদ সম্মেলনে সচেতন নাগরিক সমাজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

করদাতা সুরক্ষা আন্দোলনের নামে নগর ভবনে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা এবং নগরবাসীকে গৃহকর বিষয়ে বিভ্রান্ত করার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজের নেতারা। গতকাল বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. ওসমান গনি আলমগীর। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ১৫ মার্চ করদাতা সুরক্ষা পরিষদ নামে একটি সংগঠন আন্দোলনের নামে নগর ভবন ঘেরাও কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে।

তাদের সেই কর্মসূচিতে নগরবাসীর কোনও সম্পৃক্ততা ছিল না। তাদের কর্মসূচিতে সাধারণ জনগণ সাড়া না দিয়ে চট্টগ্রাম সচেতন নাগরিক সমাজের পক্ষেই অবস্থান নেয়। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন তথা নগর ভবনের প্রবেশ মুখে তাদের সকল ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করার জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান করি। লিখিত বক্তব্যে আরো বলেন, করদাতা সুরক্ষা পরিষদ গত ১৬ মার্চ সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর অনুসারীরা হামলা করেছেন বলে অভিযোগ করেছেন। তাদের এ অভিযোগ কোনোভাবেই সঠিক নয়। তারা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করতে ব্যর্থ হওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের আশ্রয় নিয়েছেন। আমরা বলতে চাই বিএনপিজামায়াতের মদদে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপকৌশলের আশ্রয় নিয়েছেন। মূলত তারা গৃহকরকে অন্যায্য গৃহকর হিসেবে প্রচার করে জনগণকে বিভ্রান্ত করছেন। মাননীয় মেয়র বর্ধিত কর সহনীয় করছেন। ইতোমধ্যে কর সার্কেলে গণ আপিল শুনানি হয়েছে। গৃহকর সহনীয় পর্যায়ে হওয়ায় আনন্দের সাথে কর প্রদান করেন এবং হাতে ফুল নিয়ে বাড়ি ফিরে যান।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব ইলিয়াছ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নুরুল আলম, মো. হোসেন, মো. রফিকুল ইসলাম, ইয়াসির আরাফাত কচি, সদস্য মো. হারুন, খোরশেদ আলম মানিক, আবদুল হালিম মিতু, আরিফুল ইসলাম, হাসান আলী, মো. শাহাদাত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান ভাড়াটে খুনি আইয়ুব গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধইপিজেডগুলোতে রপ্তানির পরিমাণ অতীতের রেকর্ড ছাড়িয়েছে