গুলশান সিনেমার মহরত অনুষ্ঠানে লেখক শিল্পীদের মিলনমেলা

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

এলএডি প্রোডাকশন হাউজ নিবেদিত দ্বিতীয় প্রযোজনা গুলশান সিনেমার শুভ মহরত অনুষ্ঠান গত ১৬ মে জামালখানস্থ চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিণত হয় লেখক শিল্পীদের মিলনমেলায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য কামাল উদ্দিন, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসাইন কবির, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, . শারমিন মোস্তারী, . প্রকাশ দাশ গুপ্ত, সাংবাদিক চৌধুরী ফরিদ, আবসার মাহফুজ, চিত্রশিল্পী দেওয়ান মামুন, গীতিকার হুমায়ুন চৌধুরী, সাইফুদ্দিন আহমদ সাকী, রফিউল কাদের রুবেল, আরিফ আহমেদ, গাজী মো. নুরুদ্দিন, বিভা ইন্দু, তসলিম মুহাম্মদ, নুর হোসেন নিজামী, মো. ফরিদুল আলম, . আজাদ বুলবুল, . সেলিম জাহাঙ্গীর, নুরুল আবসার মজুমদার স্বপন, সনজীব বড়ুয়া, ডা. দীপংকর দে, কংকন দাশ, বাপ্পা চৌধুরী, বাপ্পী হায়দার প্রমুখ। বক্তারা বলেন, বর্তমানে দর্শকদের বাস্তব গল্পনির্ভররোমান্টিক সিনেমার প্রতি আগ্রহ বাড়ছে। তাই আশা করছি, গুলশানও সেই ঘরানার সিনেমা হবে। বক্তারা আরো বলেন, চট্টগ্রামে সিনেমা নির্মাণ বলতে গেলে নেই কিন্তু এই টিম সিনেমা নির্মাণ করার যেই সাহস দেখিয়েছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতেও তারা আমাদেরকে আরো ভালো সিনেমা উপহার দিবেন এই প্রত্যাশা করি। গুলশান সিনেমার কাহিনী ও চিত্রনাট্যে আছেন মো. দিদারুল আলম, পরিচালনায় অনির্বাণ করিম ও প্রযোজনায় অ্যাড. কাজী ছানোয়ার আহমেদ লাভলু। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেবুন্নাহার শারমিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছয় ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মাহবুবুর রহমান