গুম ও নির্যাতনের বিচার দাবিতে হাটহাজারীতে মানববন্ধন

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও আওয়ামী লীগ এবং তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়ন এবং নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা দুইটার দিকে কলেজ গেট এলাকায় চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী।

এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি।

হাটহাজারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরমান আজীমের সভাপতিত্বে ও হাটহাজারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আওয়ামীলীগ এবং তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়ন এবং নির্মম হত্যাকান্ডে যারা জড়িত, সম্পৃক্ত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

এসময় অন্যান্যদের মধ্যে হাটহাজারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আব্দুল মুবিন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরেফিন আহমেদ সাইফুল, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সাদ্দাম, শিমুল নাথ, জেলা ছাত্রদল নেতা তসিফ মনি, রিপন নাথ, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহজালাল ফরহাদ, জিয়াউর রহমান কলেজের সদস্য সচিব রিয়াজ উদ্দিন সম্রাট, মেখল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াসিন ফরহাদ, ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য নাছির, আরিফ, আরফাত, রিজোয়ান, নাইয়ুম তাইসীর, ফয়সাল, হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব
পরবর্তী নিবন্ধনতুন ভোটার হতে আগ্রহীদের নির্বাচন অফিসে যেতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে