গুণীজনেরা সমাজ ও রাষ্ট্রের অমূল্য সম্পদ উনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে উনাদের মেধা মননকে সাদরে গ্রহণ করুন। উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে এবং ঐক্যের, সমৃদ্ধির শান্তির, তরুণদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে গুণীজনদের সকল অভিজ্ঞতাকে শক্তিতে রুপান্তর করে সামনে এগিয়ে যেতে হবে। আমি চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ব্যারিষ্টার, আমলা কামলা যাই হই না কেন কখনো মনে হীনমন্যতা পোষণ করে কখনো বলতে পারবো না আঞ্চলিক ভাষায় ( আঁই ইঁতেরত্তুন কম বুঝি না)! আমি কি তোমার চেয়ে কম বুঝি! এই কথাটি বলা সমুচিত নয়। আমাদের ভুলে গেলে চলবে না আমার আজকের এই অবস্থানে আসার জন্যে গুণীজনদের অবদান অপরিসীম। আমরা নিজের পায়ে দাঁড়াতে পেরে গুণীজনদের অসম্মান ও অবজ্ঞা করা অমানুষিক কাজ যদিও এখন মেলায় রূপ নিয়েছে দেশে। আমাদেরকে শিল্পপতি কোটিপতি বিলিয়ন পতি নয় সর্বপ্রথম মনুষ্যত্বপতি হতে হবে গুণীজনদের আলোকিত মেধা মননকে যতই কাজে লাগাতে পারবো আমরা ততই সমৃদ্ধির আলোকিত জীবন ব্যবস্থার সম্মুখীন হতে পারবো। জীবদ্দশায় গুণীদের সম্মান করা জরুরি, যদি কোনো গুণীরা অসহায় থাকে তাদের পাশে দাঁড়ানোটা আপনার আমার রাষ্ট্রের নৈতিক দায়িত্ব অন্যতায় মৃত্যুর পরে ফেইসবুক ইন্টারনেট টুইটারে দরদ উতলানো স্ট্যাটাসে কোনো ফয়দা হবে না! স্ট্যাটাস প্রতি বছর দেওয়া যাবে কিন্তু গুণীজনরা পৃথিবী থেকে বিদায় নিলে প্রতি বছর আসবে না।
লেখক: তরুণ সাহিত্য কর্মী