রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নে এক সভায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা নিরবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। নিরবে কাজ করে আসা ওসব গুণীজনদের সম্মানিত করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। গত বৃহস্পতিবার নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদ থেকে তিন গুণী মানুষকে দেয়া এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এই অভিমত ব্যক্ত করেন। স্থানীয় চেয়ারম্যান এম সরোয়ার্দ্দি সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধনা দেয়া হয় মা ও শিশু হাসপাতালের সেক্রেটারী রেজাউল করিম আজাদ, কমিটির নির্বাহী সদস্য ডা. ফজল করিম বাবুল ও আলমগীর পারভেজকে। সভায় সংবর্ধিত তিন গুণী রাউজানের মানুষের কণ্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন ওসি আবদুল্লাহ আল হারুন, আলহাজ্ব ফরিদুল আলম, নজরুল ইসলাম চৌধুরী, আহসান হাবিব হাসান প্রমুখ।