আইআইইউসির ভারপ্রাপ্ত ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, গুণগত শিক্ষার সাথে প্রকৌশলীদের নৈতিকতার জ্ঞানার্জন নিতে হবে।
তিনি গতকাল আইআইইউসির ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইটিই ক্লাবের প্রেসিডেন্ট মো. মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী, বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম রূপম। সূচনা বক্তব্য রাখেন ইটিই ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফিন।
প্রধান অতিথি আরো বলেন, সাফল্যের জন্য লক্ষ্য ঠিক করতে হবে। কঠোর পরিশ্রম উন্নতির শীর্ষে নিয়ে যায়।
ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত জাতির সেবা করা। ইটিই একটি সম্ভাবনাময় খাত, যেখানে কর্মসংস্থানের সুযোগ বিস্তৃত।শুধু প্রয়োজন মানসম্মত শিক্ষা অর্জন নিশ্চিত করা। অনুষ্ঠানের সার্বিক বাস্তবায়নে ছিলেন ইটিই ক্লাবের এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মো. জাফরুল হাসান, পাবলিক রিলেশন সেক্রেটারি মহিউদ্দিন মাহি এবং সংশ্লিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির দিগন্ত, রাফি, সাকিব ও মাসুম। প্রেস বিজ্ঞপ্তি।