ছয় বছরের বিবাহিত জীবনে বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রাণবীর সিংকে বহুবার শুনতে হয়েছে তারা মা–বাবা হচ্ছেন কবে? হয় তারা হাসিমুখে ধৈর্য্য ধরে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, না হয় এড়িয়ে গেছেন। অবশেষে সংসারে নতুন অতিথি আসার খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা। ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা লিখেছেন, সেপ্টেম্বরে তাদের সন্তান আসছে পৃথিবীতে। খবর বিডিনিউজের।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, এই খবরে সহশিল্পী থেকে শুরু করে স্বজন ও ভক্ত অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন দীপিকা–রাণবীর। বলিউডের মাধুরী দীক্ষিত, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কৃতি শ্যানন, রাকুল প্রীত সিং, ম্রুণাল ঠাকুর, ভূমি পেড়নেকর, সোনম কাপুরসহ আরও অনেকে শুভকামনা আর অভিনন্দন জানিয়েছেন। কিছুদিন ধরে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ঘুরপাক খাচ্ছিল ভারতীয় সংবাদমাধ্যমে। অবশ্য তাতে কোনো তথ্যসূত্রতা থাকত না। কিছুদিন আগে নায়িকা নিজেই জানিয়েছিলেন তিনি মা হতে চান, এই পরিকল্পনা তাদের শুরু থেকেই আছে।